Durga Puja 2017 Ottawa-কানাডার রাজধানি অটোয়ায় দুর্গাপূজা

কানাডার রাজধানি অটোয়ায় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে আয়োজন করা হয় ব্যাপক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত চলে ব্যাপক সে উদ্যোগ। যদিও সবাই জানেন সে-আয়োজনের শুরুটা ঘটে মহালয়ার দিন থেকেই। পূজার দিনগলোতে বাঙালি মন্দিরগুলোতে যতোগুলো সাংস্কৃতিক আয়োজন থাকে সারা বছর পুরো কমিউনিটির সামগ্রিক সাংস্কৃতিক আয়োজনের তুলনায় সেটি একেবারে কম নয়।

Add your comment

Your email address will not be published.